Pages

এই সাইটে আপনাকে ধন্যবাদ ...

Wednesday, August 13, 2014

সুন্দর একটি ফুল; অতঃপর……

মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনের সীমানা প্রাচীরে ফুটে থাকা একটি ফুল। 
সংগ্রহঃ Abdullah Al Muslim - আব্দুল্লাহ আল মুসলিম SHETU


অবশেষে অপরিচিত একজনের সাথে যখন সেজে গুজে বিয়ের পিড়িতে বসো !!
তখন একবারও কি লজ্জা লাগেনা, একবারও কি ভাবোনা, আমি কেন এত সাজুগুজু করছি, কি আছে আমার কাছে, আমি তো চরিত্রহীনা, আমি তো আমার স্বামীর হক নস্ট করে ফেলেছি, আমি তো তাকে ঠকিয়ে ফেলতেছি !!
একবারও কি মনে হয় না, কিসের এত আয়োজন ?? এই নস্ট শরীরটাকে লাল কাপড়ে পেচিয়ে, সোনার হার/
বালা/কানের দুল পরে এবং শরীরের উচুভূমিকে জোর করে সমতল ভূমি বানিয়ে বিয়ের আসর পার করে দিলেই কি তুমি নিজেকে সতী 
মেয়ে প্রমাণ করে ফেলছো !!
.
.
জানি তখন তোমার বিবেকে নাড়া দিবে, তুমি চোখের জল ফেলবে এবং বলবে যে কেন আগে
এসব করলাম । হয়তো স্বামীর কাছে অস্বীকার করে পার পেয়ে যাবে, হয়তো তোমার স্বামী সব বুঝেও কিছু জিজ্ঞেস করবে না, কারণ স্বামী
মেনে নিতে বাধ্য, কিন্তু সারাটিজীবন তো কলংকের দাগ থেকেই যাবে !!