অর্থাৎ আজ ১৭ই মে...২০১৫.
"স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥"
১৭ই মে...২০১৫ | বিবাহের ২য় বর্ষ পূর্তি |
আমি তোমায় কখনোই
হারাতে চাইনি,
তারপরেও তুমি হারিয়ে
গেলে …………
,
,
.
আমি চেয়েছিলাম সারাজীবন
তোমায়
বুকের মাঝে আগলে রাখতে,
কিন্তু পারলাম
না …………
.
,
,
আমার হৃদয় তুমি কষ্ট
দিয়ে ভরিয়ে দিলে।
তোমার অহংকারের
কাছে হেরে গেলাম
আমি …………
,
,
.
আচ্ছা যার জন্য চলে
গেছো তাদের নিয়েই
সুখি হও ।
আমি না হয় একা চলতে শিখে নিবো...!!!
No comments:
Post a Comment