Pages

এই সাইটে আপনাকে ধন্যবাদ ...

Sunday, May 17, 2015

বিবাহের ২য় বর্ষ পূর্তি অ্যান্ড ৩য় বর্ষে পদার্পণ...Abdullah Al Muslim SHETU & Shamima Nasrin BITHI

বিবাহের ২য় বর্ষ পূর্তি অ্যান্ড ৩য় বর্ষে পদার্পণ...। 
অর্থাৎ আজ ১৭ই মে...২০১৫.
"স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥"


 ১৭ই মে...২০১৫ | বিবাহের ২য় বর্ষ পূর্তি

আমি তোমায় কখনোই
হারাতে চাইনি,
তারপরেও তুমি হারিয়ে
গেলে …………
,
,
.
আমি চেয়েছিলাম সারাজীবন
তোমায়
বুকের মাঝে আগলে রাখতে,
কিন্তু পারলাম
না …………
.
,
,
আমার হৃদয় তুমি কষ্ট
দিয়ে ভরিয়ে দিলে।
তোমার অহংকারের
কাছে হেরে গেলাম
আমি …………
,
,
.
আচ্ছা যার জন্য চলে
গেছো তাদের নিয়েই
সুখি হও ।
আমি না হয় একা চলতে শিখে নিবো...!!!

No comments:

Post a Comment